Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeসম্পাদকীয়দৈনিক বিজয়ের কণ্ঠ’র ইফতার মাহফিল ও প্রতিনিধি সম্মেলন সম্পন্ন।

দৈনিক বিজয়ের কণ্ঠ’র ইফতার মাহফিল ও প্রতিনিধি সম্মেলন সম্পন্ন।

সিলেটের বহুল প্রচারিত দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার ইফতার মাহফিল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা ৫টার দিকে নগরের একটি অভিজাত হলে এ ইফতার মাহফিল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জে.এ কাজল খানের সভাপতিত্বে ও সহ সম্পাদক জহির রায়হানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

পত্রিকার নিজস্ব প্রতিবেদক নাহিম মিয়ার কোরআন তেলাওয়াত ও বার্তা সম্পাদক আব্দুল খালিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ফুলকলী ফুড প্রোডাক্ট’র ডিজিএম জসিম উদ্দিন, রসমেলা ফুড প্রোডাক্ট’র ডিজিএম সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো. মাসুদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কামরুজ্জামান জুবের।

এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ জাতীয়-স্থানীয় বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ায় নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান হাবিব ও সুলেমান সিদ্দিকী, মাল্টিমিডিয়ায় বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ায় নিজস্ব প্রতিবেদক নাহিম মিয়া, বর্ষসেরা প্রতিনিধি (সিলেট) নির্বাচিত হওয়ায় মঈন উদ্দিন মিলন এবং বর্ষসেরা প্রতিনিধি (সুনামগঞ্জ) নির্বাচিত হওয়ায় লুৎফুর রহমান শাওনকে সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: