Sunday, August 10, 2025
Sunday, August 10, 2025
Homeরাজনীতিদ্বাদশ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করেনা ------ বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

দ্বাদশ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করেনা —— বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, বাংলাদেশকে গভীর অন্ধকারে ফেলেছে সরকার। গত ৭ জানুয়ারি ডামী নির্বাচন করে সরকার জনবিছিন্ন হয়ে গেছে। দ্বাদশ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করেনা।দেশে কোন আইনের শাসন নেই। উপজেলা নির্বাচনও বর্জন করছে মানুষ। সরকারের লুটপাটনীতির কারনে দ্রব্যমূল্য লাগামহীন উদ্বর্গতি। রাজনীতি থেকে দুরে রাখতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ লক্ষ লক্ষ নেতা কর্মিদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

আজ মঙ্গলবার ১৪ মে সিলেটের বিশেষ জেলা ও দায়রা জজ জননিরাপত্তা আদালতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক সাকিল মুর্শেদ, মহানগর বিএনপি নেতা জয়নাল আহমদ, অন্যান নেতা কর্মি সহ মামলার হাজিরা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মামলা পরিচালনা করছেন সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী গোলাম এহিয়া চৌধুরী সুহেল ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড হাসান পাটওয়ারী রিপন।

২০১৫ সালে দেশব্যাপী বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে এসএমপির কতোয়ালী থানা জননেতা মাহবুব চৌধুরী, এড সামছুজ্জামান জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক রেজাউল করিম নাচন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক সাকিল মুর্শেদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিসিক কাউন্সিলার আলতাফ হোসেন সুমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের নামে এই মামলা দায়ের করে। এ মামলায় মাহবুব চৌধুরী সহ অনেক নেতা কর্মি তৎকালীন সময়ে দীর্ঘ চার মাস জেল খাটেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: