২২ জানুয়ারি তারেক রহমানের জনসভা
সফল করার আহবান খন্দকার মুক্তাদিরের।
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট মহানগর ও সদরের বিভিন্নস্থানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ২২ জানুয়ারি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আধ্যাত্মিক নগরী সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইতিমধ্যে তাঁর আগমনকে ঘিরে সিলেট বিভাগজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মুক্তাদির বলেন, সিলেট শুধু একটি বিভাগীয় শহর নয়, বরং রাজনৈতিক ইতিহাস ও আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করার মাধ্যমে জনগণের মধ্যে নতুন বার্তা পৌছে দিবে তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতেন, এবারও অনুরূপভাবে আমাদের নেতা নির্বাচনী কার্যক্রম সিলেট থেকে শুরু করছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সিলেটের জনসভা সফল করতে হবে।
নগরীর ৮, ৯, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
৮নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাসুম এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান, জলবায়ু বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন জয়, হাওলাদার পাড়া নাগরিক কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা হাজী সেলিম আহমদ, স্থানীয় মুরুব্বী ও ব্যবসায়ী সুব্রত দেব, নোয়াপাড়া নাগরিক কমিটির আহ্বায়ক বশির আহমদ, কুচারপাড়া নাগরিক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং মহানগর বিএনপির নেতা মাহবুবুর রশিদ, স্থানীয় মুরুব্বী পান্না দে, নিশি পাল, অধ্যাপক রেজাউল রহমান, মহানগর বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, রাশিদুল হাসান চৌধুরী শাকিল, সৈয়দ জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, আব্দুল খালিক,আমিন হায়দার, ৮নং ওয়ার্ডের সাবেক সাধান সম্পাদক মুক্তার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারন সম্পাদ আব্দুল করিম সাচ্চু,সাইদ আহমদ শাহিন, শাহিন আহমদ, তারেক মিয়া, রাসুল ভাগ এলাকা পাড়া কমিটির সভাপতি আব্দুর রহীম, উজ্জীবন আ/এ পাড়া কমিটির সভাপতি সায়েস্তা মিয়া, কালীবাড়ি এলাকার পাড়া কমিটি সভাপতি সাইফুল ইসলাম, মহানগর মহিলাদলের সহ সভাপতির রুবি চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সৈয়দ আমির আলী ও আহ্বায়ক কমিটির সদস্য আবির হোসেন মুহিন, ফাহিম আহমদ চৌধুরী, গোলাম মস্তফা, মহানগর যুবদলের সহ সাধারন সম্পাদক ও ৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আজাদুল রহমান আজাদ,মহানগর যুব দলের সহ সাধারন সম্পাদক হাফিজুর রহমান রানা, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম রাসেল, শফিক চৌধুরী, মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক হোসেন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজু মিয়া, মহানগর শ্রমিক দলের সদস্য ও জালালাবাদ থানা শ্রমিক দলের সদস্য সচবি আনোয়ার হোসেন, মহানগর যুব দলের সহ গ্রাম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন লিটু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শেখ সালমান, ৮ন ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক দিলারা বেগম,ছাত্র দলের আহ্বায়ক শেখ আরমান, মহানগর শ্রমিক দলের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ শাখার সভাপতি মো মাহবুবুল আলম সজল, সাধারন সম্পাদক রবিউল হাসান, সিনিয়র সভপতি তাওহীদুর রহমান, সহসভাপতি আনোয়ার জাহিদ সুমন, মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, মহিলা শ্রমিক দলের সদস্য সচিব রোকেয়া বেগম,যুগ্ম আহ্বায়ক খালেদা বেগম,৮নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরেছ আলী, ৭নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক মাসুদ আহমদ রাজন প্রমুখ। এদিকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কালাগুল, বুরজান বাগান পরিদর্শন করেন খন্দকার মুক্তাদির।
মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের রাজনীতিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দোয়া পরিচালনা করেন শাহাজালাল আবাসিক এলাকার জামে মসজিদের মুফতি মনজুরুল হক নোমান।