স্টাফ রিপোর্ট, সিলেট।
বিএনপি নেতা, ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদলের এক সময়ের কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর স্বৈরশাসকদের গুলি বর্ষন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। অপরাধীদের বিচার হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে পুজি করে গত ১৫ টি বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার উৎসবের মতো করে গুম, খুন, দুর্নীতি, পাচার আর লুন্ঠন করে গেছে। কোটা কেন্দ্রীক বৈষম্যের অবসান হলেও আমাদের সমাজে অনেক বৈষম্য রয়েগেছে। নতুন বাংলাদেশে সেসব বৈষম্যেরও অবসান হোক। গনতন্ত্র, সাম্য, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। নতুন ধারার রাজনীতি ও রাষ্ট্র ব্যাবস্হা প্রতিষ্ঠার লড়াই জারি রাখতে হবে।
গত ৫ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ সিলেট উসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন মারাত্মক ভাবে আহতদের দেখতে গিয়ে তিনি আজ শনিবার এ কথা বলেন।
এ সময় অভিভাবক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক এড আব্দুল মুকিত অপি, মহানগর বিএনপি নেতা সোয়েব আহমদ, আহছানুজ্জামান শহিদ, মিছবাউল করিম চৌধুরী, সৈয়দ আখতার আহমদ, অভিভাবক এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুর রহমান, তৈহিদ আহমদ, সৈয়দা তানিয়া, বদরুল ইসলাম, শিক্ষার্থী মাহদী, মিশকাত, নাবিল, তামজিদ প্রমূখ। উপস্থিত ছিলেন।