Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeরাজনীতিনাগরিক সমাজকে সাথে নিয়ে পরিকল্পনা করে সিলেটের উন্নয়নে কাজ করবো: খন্দকার মুক্তাদির।

নাগরিক সমাজকে সাথে নিয়ে পরিকল্পনা করে সিলেটের উন্নয়নে কাজ করবো: খন্দকার মুক্তাদির।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির সরকার গঠন করলে সিলেটের নাগরিক সমাজকে নিয়ে পরিকল্পনা করে সমগ্র সিলেটের উন্নয়নে কাজ করবো। সিলেটের উন্নয়নে নাগরিক সমাজের পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক সমাজের মতামতকে গুরুত্ব দিয়ে সিলেটের সমগ্রীক উন্নয়নে সকল পরিকল্পনা বাস্তবায়নে আমার দল ও আমি কাজ করবো।

তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের জন্য রাজনীতি করে। তাই প্রত্যেক এলাকায় স্থানীয় জনসাধারণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি শুক্রবার (১০ অক্টোবর) সিলেট নগরীর ১৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নাইওরপুল, সোবাহনীঘাট ও জয়নগর নাগরিক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট মুরব্বি কাবুল হাজীর সভাপতিত্বে ও ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুয়াইব আহমদ শুয়েবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, ১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ইফতেকার আহমদ সোহেল, ১৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া চুনু, বিশিষ্ট মুরব্বি ফরিদ মিয়া, নিজাম উদ্দিন বাবুল, শেখ মোহাম্মদ ইলিয়াস, শাহিন আহমদ, শুয়েব আহমদ, ইফতেখার আহমদ পাবেল, আশিকুর রহমান রুনা, মতিউর রহমান রানা, যুবদল নেতা মতিউর রহমান আফজল, মালেক বক্স, জামিল আহমদ, কবির আহমদ, জাকির আহমদ, শাকির আহমদ, জুনেদ আহমদ, সাদেক আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: