Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeসারা বাংলানান্দাইলে বাস-চাপায় অটোর চালকসহ নিহত ২ আহত ৩।

নান্দাইলে বাস-চাপায় অটোর চালকসহ নিহত ২ আহত ৩।

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার।

ময়মনসিংহ- কিশোরগঞ্জ হাইওয়ে মহাসড়কের নান্দাইলে বাস ও অটোরিকশার‌ মুখোমুখি সংঘর্ষে চালক সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন।

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পৌর সদরের ডাংরি (জোড়পুকুরপাড়) এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।

নিহত অটোরিকশার চালক সুমন মিয়া নান্দাইল পৌরসভার দক্ষিণ চণ্ডীপাশা গ্রামের শহীদ মিয়ার পুত্র।

আহতরা হলেন অটোরিকশার যাত্রী উপজেলার ঘোষপালা গ্রামের নবী নেওয়াজের পুত্র সাদেকুর রহমান (৫৭), নিজ বানাইল গ্রামের হামিদ ব্যাপারীর পুত্র মুখশেদ আলী মাস্টার (৬৬) ও বারুইগ্রাম এলাকার সুলেমা আক্তার (৫৫)।

স্থানীয়রা‌ জানায়, আজ দুপুর ১২টার দিকে নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে সদরে আসার সময় অটোরিকশা টির সঙ্গে চৌরাস্তাগামী দ্রুতগতির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশা দুমড়ে–মুচড়ে গিয়ে ভেতরে চালক ও যাত্রী আটকে যায়। পথচারী ও হাইওয়ে থানা-পুলিশ তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে অটোরিকশা চালকের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান খোকন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান , বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়েছেন। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: