Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতিনিখোঁজ ছাত্রদল নেতা দিনারের বাবার মৃত্যুতে বিএনপি নেতা মাহবুব চৌধুরীর শোক।

নিখোঁজ ছাত্রদল নেতা দিনারের বাবার মৃত্যুতে বিএনপি নেতা মাহবুব চৌধুরীর শোক।

নিখোঁজ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের বাবা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নগরীর আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির প্রাত্তন সভাপতি জননেতা মাহবুব চৌধুরী।

শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মরহুম ডা. মঈন উদ্দিন আহমদ সিলেট জেলা মহিলা দলের সভাপতি তাহসিন শারমিন তামান্নার বাবা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শ্বশুর ছিলেন।

শোকবার্তায় মাহবুব চৌধুরী বলেন, ডা. মঈন উদ্দিন আহমদ একজন সজ্জন ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। প্রিয় সন্তান ছাত্রদল নেতা দিনার গুম হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন। তাঁর পুরো পরিবার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন যেন মরহুম ডা. মঈন উদ্দিন আহমদকে জান্নাতবাসী করা হয় এবং তাঁর পরিবারবর্গকে এই বিশাল শোক সইবার শক্তি দান করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: