Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeআইন আদালতনীলফামারীতে গত দুই মাসে আশঙ্কাজনকভাবে বেড়েছে সড়ক দুর্ঘটনাসহ অপমৃত্যুর ঘটনা।

নীলফামারীতে গত দুই মাসে আশঙ্কাজনকভাবে বেড়েছে সড়ক দুর্ঘটনাসহ অপমৃত্যুর ঘটনা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে সড়ক দুর্ঘটনাসহ অপমৃত্যুর ঘটনা, গত দুই মাসে ২১ জন অপমৃত্যুর শিকার হয়েছেন, এ ছাড়া বুধবার ট্রেন ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।নীলফামারী ডোমার রেল পথের পলাশবাড়ী তেঁতুলতলা রেল ঘুন্টিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলটি অরক্ষিত ঘুন্টি পার হওয়ার সময় চিলাহাটী থেকে ঢাকাগামী চিলাহাটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চরড়াবড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮) নিহত হয়েছেন। তারা উভয়ে চাচাতো ভাই। স্থানীয়রা জানায়, অরক্ষিত রেল ঘুন্টির পাশে দোকানপাট ও বাজার বসায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও মানুষ ঘুন্টি পার হচ্ছেন। ওদিকে গত ১৯শে জুন নীলফামারী সদর উপজেলার যাদুরহাটে অটো রিকশার ধাক্কায় আবু সাইদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

১৮ই জুন রংপুর-সৈয়দপুর প্রধান সড়কের কামারপুকুর বাজারের কাছে নৈশকোচ শ্যামলী পরিবহনের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে, কামারপুকুর ইউনিয়নের মাসুদ (২৮) ও সৈয়দপুর শহরের কুজিপুকুর এলাকার নুর ইসলাম (৫৫) নিহত হয়েছেন। ২২শে জুন রাতে জলঢাকা-ডালিয়া সড়কের দুন্দিবাড়ি নামকস্থানে ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ডালিয়া পাউবোর অফিস স্টাফ রেজোয়ানুল ইসলাম সৈকত (৩৭) নিহত হয়েছেন। ১৫ই জুন নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের শেখ মসজিদের কাছে মোটরসাইকেল ও রিকশাভ্যান সংঘর্ষে কুন্দুপুকুর ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের আইজুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
২রা জুন সদর উপজেলার পঞ্চপুকুর হাটে পুলিশের টহলগাড়ির ধাক্কায় আলিফা (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

এ ছাড়া ২৪ জুন সৈয়দপুর-দিনাজপুর প্রধান সড়কের শ্বাসকান্দর মোড়ে ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ভ্যানযাত্রী মিলি আক্তার (২৪) নামের একজন নিহত হয়েছেন। ২২শে জুন লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কাশিনাথ রায় (৪৫) নামের একজন নিহত হয়েছেন। ওদিকে গত মে মাসে মাত্র দুই সপ্তাহে ১১টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে জেলায়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: