
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পুলিশ সুপার নীলফামারীর কার্যালয়ে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হারেজ উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তিনি নীলফামারী জেলা থেকে বদলি হয়ে দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলে যোগদান করবেন। এ উপলক্ষে পুলিশ সুপার নীলফামারী এএফএম তারিক হোসেন খান বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এবিএম ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।