
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলা আইনজীবী সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ‘ডিমলা লইয়ারস রাইডার্স।
বৃহস্পতিবার বিকেলে (১৬অক্টোবর) নীলফামারী মিনি স্টেডিয়ামে নীলফামারী সদর ল ইয়ারস ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করে জয় পায় ডিমলা ল ইয়ারস রাইডার্স। এরআগে প্রধান অতিথি থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা। বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এনামুল হক বসুনিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ শিকদার। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব জানান, ছয় উপজেলার ছয়টি দল এতে অংশ নিচ্ছে।
আগামী ৩০অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট তাইবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে জেলা জজ আদালত চত্বর থেকে শুরু করে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



