মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজারে ফুল দিয়ে
শ্রদ্ধা নিবেদন করে নবগঠিত নীলফামারী জেলা বিএনপি’র আহবায়ক কমিটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এতে প্রধান অতিথি ছিলেন। এবং নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন উপস্থিত ছিলেন। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম-আহবায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, রিয়াজুল ইসলাম কালু, সদস্য আনিসুর রহমান কোকো, মোজাম্মেল হক, অধ্যক্ষ মানোয়ার হোসেন, আবু মো. সোয়েম, আক্তারুজ্জামান সুমন , রেদওয়ানুল হক বাবু, মুক্তার হোসেন, হারুন অর রশিদ খোকন, আকবর আলি খান, সৈয়দ আলী, মইনুল ইসলাম, শেফাউল জাহাঙ্গীর আলম শেফু গোলাম রব্বানী প্রধান সহ জেলা কমিটির সকল সদস্য এবং জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ছাত্রদল থেকে উঠে আসা বিএনপির ছোট ছোট বাচ্চাদের যে কর্মসূচি শুরু হয় স্কুল থেকে, সে রকম আজকে বিএনপির এই নীলফামারীর কমিটি হয়েছে। ছাত্রদল থেকে উঠে আসা ছাত্রদল, যুবদল করে আজকে তারা বিএনপি করে। তারা বিএনপির আহ্বায়ক হয়েছে, সদস্য সচিব হয়েছেন। এটাই রিয়াল বিএনপি। বিএনপির শক্তি এখানেই। এভাবে বিএনপি আরও শক্তিশালী হবে এবং নীলফামারী বিএনপির দুর্গ হিসেবে বিবেচিত হবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটি গঠিত হয়েছে তৃণমূলের নেতাকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায়। এই কমিটির লক্ষ্য হবে দলকে আরও সুসংগঠিত করা, প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে বিএনপির সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নীলফামারীকে বিএনপির দুর্গে পরিণত করবো।
নবগঠিত কমিটির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পরামর্শে ও আমাদের অভিভাবক সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দির্ক নির্দেশনায় নির্বাচনের আগে আমরা নীলফামারী জেলার ৬ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গুলি যার অনেক পূর্বে মেয়াদ শেষ হয়েছে, সেগুলি নতুন কমিটি দেয়ার ব্যবস্থা করা হবে। যেনো নতুন নেতৃত্বের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর যে ৩১ দফা দাবি রয়েছে তা আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌছিয়ে দিতে পারি।