
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির এই ক্রান্তিকালে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’তিনি বলেন, ‘আগামীর সুন্দর দেশ গঠনে বেগম খালেদা জিয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। কারণ একটি পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই।’
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ৬নং ওয়ার্ডের হোসেনপুর গ্রামে মহিলা দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধ্যান কামনায় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। বারবার নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার প্রশ্নে আপোস করেননি। তাঁর আদর্শ ও নেতৃত্ব আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
উপজেলা মহিলা দলের নেত্রী বিলকিছ আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, বিএনপি নেতা আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক, সহ সভাপতি খায়রুল আমিন কবির, ইউনুস আলী, জেলা মহিলা দলের নেত্রী বেগম স্বপ্না শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, উপজেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, নুরুন নাহার ইয়াসমিন, বিএনপি নেতা খাইরুল ইসলাম কবির মেম্বার, সাইদুর রহমান, ধনাই মিয়া, মাসুক মিয়া, নজরুল ইসলাম, গোলাম আকবর, রিমা বেগম, তানিয়া বেগম, বাবলী মেম্বার, রুজিনা মেম্বার, আফিয়া বেগম, হাফসা বেগম, বিলকিছ বেগম, বাবুল আহমদ, লয়লুছ আলী, আখবুল আলী, শফিক মিয়া, সাহিদ আলী, রফিক আলী, ইলিয়াস আলী, জুবেল আহমদ, লায়েছ আহমদ, আবুল আহমদ প্রমুখ।
সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন বিএনপি নেতা আবুল বশর মো. ফারুক। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



