Monday, September 22, 2025
Monday, September 22, 2025
Homeবিশেষ প্রতিবেদনপাঠানটুলায় শিক্ষার্থীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত।

পাঠানটুলায় শিক্ষার্থীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত।

একতা অর্গানাইজেশন বাংলাদেশ এর ২য় বর্ষপূর্তি ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আজিজ খান সজিব এর সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শামছুল ইসলাম, সহকারী সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন আকন্দ, শম্ভু কুমার নন্দী, ননী ঘুপাল রায়, সারোয়ার জাহান বাবুল, পাঠানটুলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছায়েদুল হক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মহানগর বিএনপির সদস্য রাসেল আহমদ খান, একতা অর্গানাইজেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা কবিতা আখতার, সভাপতি শাহেদ আহমদ ছামি, সাধারন সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছালেক আহমদ, জুবায়ের আহমদ, মোস্তাক খান নাজিম, ইয়াছিন আরাফাত জয়, এহিয়া আহমদ, হাম্মাদ সরকার, আব্দুল মোতাল্লিব, জান্নাতুল ফেরদৌস, মাইশা আখতার, জুহেরা আলম লুবাবা, শিপু আখতার মাসুমা, আয়শা আখতার প্রমূখ।
এসময় আজিজ খাঁন সজিব বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা তাদের নিজস্ব অধিকার। আমরা দেখেছি অনেক শিক্ষার্থীরাই তাদের রক্তের গ্রুপ জানেন না। তাদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানাতেই আমাদের আজকের এই আয়োজন। রক্ত দেহের চালিকা শক্তি তাছাড়া অনেক শিক্ষার্থী রক্তদান করেন। তাই এমন আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার আগ মূহুর্তে রক্তের গ্রুপ জানার প্রয়োজন থাকে। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: