
স্টাফ রিপোর্ট।
কারাবন্দী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের সদস্য সচিব আফছর খানের পরিবারের খোজ খবর নিলেন বিএনপি নেতা মাহবুব চৌধুরী।
সরকার বিরোধী চলমান আন্দোলনে কারাবন্দী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মি ও তাদের পরিবারের খোজ খবর নেয়ার ধারাবাহিকতায় আজ ৫ ফেব্রোয়ারী ২০২৪ সোমবার কারাবন্দী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার সদস্য সচিব আফছর খানের পরিবারের খোজ খবর নিতে তাদের বাসা সিলেট নগরীর পাটানটুলায় যান বিএনপি নেতা, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর সেনানী, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।
এ সময় আফছরের ভাই ও শিশু সন্তানকে শান্তনা দিয়ে তিনি বলেন তার এই ত্যাগ দেশের মানুষ ও দলের সর্বস্তরের নেতা কর্মি মনে রাখবে।
এ সময় তিনি আরো বলেন, পার্লামেন্ট এখন আওয়ামিলীগের সম্প্রচার কেন্দ্রে পরিনত হয়েছে। নামমাত্র সংসদ ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন দিতে হবে। জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গণবিচ্ছিন্ন হওয়া ডামি নির্বাচনে জনগণ এমনকি আওয়ামী লীগের লোকজনও ভোট দেয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান সকল দেশ প্রেমিক দলের আন্দোলনেই ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, গনতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে সিলেট মহানগরের ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়ার সহ সভাপতি সোয়েব আহমদ, তার ভাই সহ পরিবার পরিজন উপস্থিত ছিলেন।