Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনপুলিশ কমিশনারের সাথে জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহবায়ক কমিটির সাক্ষাৎ।

পুলিশ কমিশনারের সাথে জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহবায়ক কমিটির সাক্ষাৎ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আড়াই টায় পুলিশ কমিশনার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহবায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার ফরিদ, শিক্ষক রাজু আহমদ, ইকবাল হোসেন, সাহেল আহমদ, কামাল আহমদ, লায়েক আহমদ, জাকওয়ান আহমদ, আব্দুল জলিল, ইমন আহমদ, মাহবুব হোসেন, সালমান বিন সুহাইব, জাফর আহমদ, উসমান সুলতান, শামীম আহমদ।
সাক্ষাৎকালে জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সংগঠনের নেতাকর্মীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, জুলাইযোদ্ধা সংসদ দেশের গণতন্ত্র, অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাচ্ছে। সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময় সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতৃবৃন্দ আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
এসময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ কমিশনার বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইযোদ্ধা সংসদের যেকোনো বৈধ ও ইতিবাচক কর্মকাণ্ডে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
শেষে পুলিশ কমিশনার ও জুলাইযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে আগামীতেও একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: