Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিপ্রবাসীরা দেশের মানুষের কল্যাণে যেভাবে এগিয়ে আসছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে-কয়েছ...

প্রবাসীরা দেশের মানুষের কল্যাণে যেভাবে এগিয়ে আসছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে-কয়েছ লোদী।

সিলেটে পাঠানটুলায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও প্রবাসী বাংলা হাউজিং-এর চেয়ারম্যান আজিজ খান সজিবের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রের লন্ডন প্রবাসী ইকবাল হোসাইনের পক্ষ থেকে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বিকালে নগরীর পাঠানটুলাস্থ আজিজ খান সজিবের বাসার সামনে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখেন,সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী। তিনি বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও দেশের মানুষের কল্যাণে যেভাবে এগিয়ে আসছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

মোহনা সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুর রাজ্জাক রাজা খানের সভাপতিত্বে এবং প্রবাসী বাংলা হাউজিং-এর এমডি ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান এবং প্রবাসী বাংলা হাউজিং-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামরান খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন পাঠানটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ।

মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া, নগরীর পাঠানটুলা এলাকার মরহুম সম্মানিত ব্যক্তিবর্গ ও প্রবীণ মুরুব্বীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বাসাবাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তিবর্গের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তি যুদ্ধা আব্দুল মতিন,পাঠানটুলা পার্কভিউ আবাসিক এলাকার জামে মসজিদের মোতাল্লী রাশিকুল ইসলাম, অগ্রণী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহিরুল ইসলাম মিশু, স্থানীয় প্রবীণ মুরুব্বি আব্দুল মালিক গুলেমান মাস্টার, মাওলানা মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম, দিলোয়ার হোসেন দুনু, আবু মনসুর টিপু, আব্দুল গফুর, বোরহান উদ্দিন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক স্বপন, ওসমান গনি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাজনীতিক নেতৃবৃন্দ ও স্বানীয় মুরুব্বী গণের মাঝে আর উপস্থিত ছিলেন সিরাজ মিয়া,জুনেদ খান,শাহজাহান মিয়া,বাদশা খান,আজিজুর রহমান আজিজ,মুকিত খান,মারুফ আহমদ টিপু,সোহেল আহমদ,রানা হাসান,ছালেক আহমদ,রুমেল আহমদ,সেবুল আহমদ,সৈয়দ জামিল,আব্দুল রহমান,রাসেদ আহমদ,মোস্তাক খান নাজিম,প্রকৌশলী হান্নান সরকার সানিম,শামীম রাজু আহমদ,সায়েস্তা মিয়া,সাইফুল ইসলাম,লবুর হোসেন,শেখ সালমান,মোঃ রাজু মিয়া,,৮নং ওয়ার্ড মহিলাদলের আহ্বায়ক দিলারা বেগম,মুহিবুর রহমান,মাসুদ আহমদ রাজন,রবিউল হাসান,ফারুক আহমদ,আনিছ খান রুমন,রাহীম উদ্দিন শুভ,জাকির খান,রাকিব খান,ইমন খান,এনামুল হাসান খান জামিল,আখলিছ খান মামুন,মাহবুব খান,সালাম আহমদ,মনির হোসেন,তামিম আহমদ সহ প্রমূখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: