Monday, August 11, 2025
Monday, August 11, 2025
Homeরাজনীতিপ্রবীণ বিএনপি নেতা আব্দুস সালাম বাচ্চু’র মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক।

প্রবীণ বিএনপি নেতা আব্দুস সালাম বাচ্চু’র মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক।

সিলেট শহর বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রবীণ বিএনপি নেতা আব্দুস সালাম বাচ্চু শুক্রবার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩০ মে) এক শোকবার্তায় তিনি বলেন, একজন দক্ষ রাজনীতিবীদ হিসেবে সিলেট বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছিলেন। বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। ২০১৮ সালের নির্বাচনে দলের কঠিন সময়ে যখন আওয়ামী লীগ প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন করে নির্বাচনী প্রচারণা অসম্ভব করে তুলেছিলে, ঠিক তখনই তিনি সার্বক্ষণিক ভাবে নিজে মাঠে থেকে এই বৃদ্ধ বয়সেও নেতাকর্মীদের উজ্জীবিত করতে কাজ করেছেন। দলের প্রতিটি ক্রান্তিলগ্নে তিনি রেখেছেন দলের জন্য সাহসী ভূমিকা। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি পরিবার এক একনিষ্ট নেতাকে হারালো, যা কখনো পূরণ হবার নয়। তিনি ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত একজন কর্মী। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী যোদ্ধাকে হারালাম যা সহজে পূরণ হবার নয়।

মহান আল্লাহ রাব্বুল আল-আমিন মরহুম আব্দুস সালাম বাচ্চুকে জান্নাতবাসী করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: