Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeসম্পাদকীয়ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার।

ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল তালুকদার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তুরাবের আত্মত্যাগ জাতি সারাজীবন মনে রাখবে। তার আত্মত্যাগে অনুপ্রেরণীত হয়ে আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রতিটি শহীদ আমাদের কাছে জাতীয় বীর। তাদের ত্যাগ ও চরম সাহসিকতার দৃশ্য সারা বিশ্ব দেখেছে। তাদের আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জাগিয়েছে। দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, ফটো সাংবাদিকরাও এই আন্দোলনে সত্য তুলে ধরার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। সিলেট শহরে পেশাগত দায়িত্ব পালনকালে সম্ভাবনাময় তরুণ ফটো সাংবাদিক এটিএম তুরাবকে প্রকাশ্য দিবালোকে পুলিশ গুলি করে হত্যা কর এবং প্রায় শতাধিক ফটো সাংবাদিক এ আন্দোলনে গুরুতর আহত হয়েছে।

সিলেটে পুলিশের গুলিতে নিহত ফটো সাংবাদিক তুরাবের এই ত্যাগ আমরা সারাজীবন মনে রাখব। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আত্ম-উৎসর্গকারী সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

তিনি আর বলেন, অবিলম্বে শহীদ এটিএম তুরাবের হত্যাকারীদের মধ্যে যারা এখন আটক হয়নি তাদের আটক করে শাস্তির আওতায় আনতে হবে।
রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এসোসিয়েশনের রাগীব আলী ফটো গ্যালারী হল রুমে আড্ডা ও চা চক্র অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল তালুকদারকে সংবর্ধনা স্মারক ও এসোসিয়েশনের নিয়মিত প্রকাশনা ‘লেন্স’ প্রদান করেন সদস্যরা। আর বাবুল তালুকদার তার নিজের লিখা ‘নো কমেন্টস’ বই উপহার হিসেবে এসোসিয়েশনকে প্রদান করেন।

অনুষ্ঠান পরিচালনাকালে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য অর্ন্তভূক্ত করা সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। দাবীর প্রেক্ষিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবগুলো বিষয়ে কেন্দ্রীয় পরিষদে আলোচনা করে সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।

এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আড্ডা ও চা চক্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা। আড্ডায় অংশ নেন এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সদস্য মো. দুলাল হোসেন, শাহ কয়েস আহমদ, মামুন হাসান, নাজমুল কবির পাবেল, এএইচ আরিফ, সদস্য এইচএম শহীদুল ইসলাম, মামুন হোসেন, আব্দুল খালিক প্রমুখ।

বিসিবি’র কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ সাংবাদিক এটি এম তুরাবের নামে গ্যালারির নামকরণের দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির কাছে গত ৬ জানুয়ারি স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি। সেই সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী স্মারকলিপিটি গ্রহণ করে আশ্বাস প্রদান করেন গ্যালারী নামকরণের। তার প্রেক্ষিতে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য শহীদ এটিএম তুরাবের নামে গ্যালারী করায় অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সকল কর্মকতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য: ছাত্র-জনতার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন ফটো সাংবাদিক জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের মো. তুরাব।-

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: