Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeরাজনীতিফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের অবদান রয়েছে ------------- মিফতাহ সিদ্দিকী

ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের অবদান রয়েছে ————- মিফতাহ সিদ্দিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের অবদান রয়েছে। প্রবাসীরা দেশের বাহিরে থেকেও দেশ, মাটি, মানুষ ও জনগণের সংগঠন বিএনপির পক্ষে অগ্রণী ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অন্যতম বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদ। তিনি তাঁর মতো সকল প্রবাসী নেতাকর্মীদেরকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

রবিবার (২০ জুলাই) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি, বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদ এর দেশে আগমন উপলক্ষ্যে সিলেট জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জিয়াউল বারী চৌধুরী শাইনুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি, বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, আব্দুল আজিজ, নিজাম উদ্দিন জায়গীরদার, তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জমির উদ্দিন মেম্বার, শামীম আহমদ, কৃষকদল নেতা আব্দুর রহিম, শিপন চন্দ, জামাল উদ্দিন, জসীম উদ্দিন, কাউছার আহমদ, শাহরিয়ার আল কবীর, স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার আহমদ রকি, রাহি আহমদ, জুনেদ আহমদ প্রমুখ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: