Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeআইন আদালতবহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর ও নিজামী, যা...

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর ও নিজামী, যা বললেন ছেলে।

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ছয়জন খালাস পেয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয় আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার ওই মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ রায় ঘোষণা করেন।

এদিকে, পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। আজ বুধবার হাইকোর্টের রায়ে মাওলানা নিজামীকে খালাস দেওয়ার পর এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলায় বেকসুর খালাসের মাধ্যমে প্রমাণ হলো মাওলানা নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মৃত‍্যুদণ্ড দেওয়া হয়েছিল। বাবা নিরপরাধ ছিলেন তা আবারও প্রমাণিত হলো। পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে আমার বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অথচ এই মামলায় তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ সরকারপক্ষ আদালতে হাজির করতে পারেনি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: