Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeবিশেষ প্রতিবেদনবাংলাদেশে প্রথমবার লেভেল ১ রাগবি রেফারীজ প্রশিক্ষণ কোর্স- ২০২৫ সফলভাবে সম্পন্ন।

বাংলাদেশে প্রথমবার লেভেল ১ রাগবি রেফারীজ প্রশিক্ষণ কোর্স- ২০২৫ সফলভাবে সম্পন্ন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সন্মানিত সচিব জনাব,মোঃ আমিনুল ইসলাম এনডিসি। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জনাব আক্তার উজ জামান।

কোর্সটির সমন্বয়কারী প্রশিক্ষক হিসাবে ছিলেন লেভেল ২ ম্যাচ অফিসিয়াল – এস এম এ শামীম, লেভেল ২ ম্যাচ অফিসিয়াল ও ওয়ার্ল্ড রাগবি এডুকেটর নাজমুস সাকিব শোভন, কানা নাকামুরা ( জাপান ) এবং প্রশান্ত কেরকাটা।
কোর্সটির কো-অরডিনেটর হিসাবে ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল আলীম। উক্ত কোর্সে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ডিমলা রাগবি ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক ( আন্তর্জাতিক রাগবি ধারাভাষ্যকার এবং ক্রীড়া সংগঠক ) মো: আরিফ সাদাত আরমান।
এছাড়াও ডিমলা রাগবি ক্লাবের সহ- প্রতিষ্ঠাতা এবং কোচ রিফাত রিজওয়ান খান, মুনতাসির হোসেন লিয়ন, আব্দুল মান্নান এবং সুমন মিয়া কোর্সটিতে উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ, ডিমলা রাগবি ক্লাব গত মে মাসে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ রাগবি ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় ক্লাব কাপ রাগবি (সেভেন্স) পুরুষ – ২০২৫” এ সুপার এইট খেলার যোগ্যতা অর্জন করে এবং একইসাথে ডিমলা রাগবি ক্লাবের অধিনায়ক ওয়াকিল আহম্মেদ ন্যাশনাল ক্যাম্পের প্রাথমিক দলে ডাক পায়। উক্ত রাগবি টুর্নামেন্টে সারা দেশ থেকে সর্বমোট ২৪ টি দল অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ডিমলা রাগবি ক্লাব এবং ডিমলা স্পোর্টস একাডেমি আগস্টের ৫ তারিখ নীলফামারীর বড় মাঠে আয়োজন করতে যাচ্ছে জুলাই সৃতি রাগবি ( সেভেন্স ) পুরুষ প্রতিযোগিতা। উক্ত খেলায় অংশগ্রহণ করবে জাতীয় ক্লাব কাপের রানার- আপ ঠাকুরগাঁও রাগবি ক্লাব, ঠাকুরগাঁও বনাম আয়োজক ডিমলা রাগবি ক্লাব, নীলফামারী সহযোগিতায় জেলা পরিষদ নীলফামারী এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন। উত্তরবঙ্গে এই আয়োজনটি ব্যাপক আলোড়ন তৈরি করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং আশা প্রকাশ করেন গত জাতীয় রাগবি ক্লাব কাপের ডিমলা রাগবি ক্লাবের টীম ম্যানেজার মো: আরিফ সাদাত আরমান। তিনি আরও আশা প্রকাশ করেন যে, সবাই মাঠে এসে রাগবির এই বড় আয়োজনটি দারুণভাবে উপভোগ করবেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: