
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গোবিন্দ মল্লিক।
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা’র অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে শহরের রেস্ট ইন চাইনিজ রেস্টুরেন্টের জেলার অনলাইন ও মিডিয়া সাংবাদিকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম এবং সঞ্চালনা করেন পায়েল আহমেদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আনহার আহমদ সমশাদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, রাজনীতিক ও কলামিস্ট মোঃ মতিন বকস, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গবেষক, সাহিত্যিক সৈয়দ কামাল আহমদ বাবু, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি মৌসুফ এ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি,সৈয়দ মহসীন পারভেজ, রোটারিয়ান সৈয়দ বদরুল হক টিটু, মনুকুলের কাগজ সম্পাদক মোস্তাক চৌধুরী, ডিবিসি ও কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, ছড়াকার আবু সাঈদ রুপিয়ান, হুমায়ুন রহমান বাপ্পী,আনোয়ার চৌধুরী,সৈয়দ মেহের, জাহাঙ্গীর হোসেন, মোহন আহমেদ প্রমুখ।
ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতা- সংবাদ পরিবেশনের গতি ও মানকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। সাংবাদিকদের নৈতিকতা, বস্তুনিষ্ঠতা , অনুসন্ধান সাংবাদিকতা,পেশাগত দক্ষতা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা ।