Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeবিশেষ প্রতিবেদনবাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডিমলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডিমলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, ডিমলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা জানান, গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে—শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এতে বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি।

বক্তারা এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী’ আখ্যা দিয়ে বলেন, “একদেশে দুটি নীতি চলতে পারে না। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শ্রেণির শিক্ষার্থীকে সমান সুযোগ দিতে হবে। অন্যথায় এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডিমলা উপজেলা শাখার সভাপতি হানিফ সরকার। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, বেলাল হোসেন, মুস্তাফিজার রহমান, মনির উদ্দিন, মহিকুল ইসলাম, আলিনুর রহমান, মীর কাসেম, রনিক চন্দ্র রায়, মুখলেসুর রহমান, সাইদুল ইসলাম, অশোক রায়, মাহমুদুল ইসলাম, আলমগীর হোসেন, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, বাবু চিত্তরঞ্জন প্রমুখ। সমাবেশে বক্তারা সম্প্রতি ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনাও জানান।

পরে মানববন্ধন শেষে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে একটি পদযাত্রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি প্রতিনিধি দল স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান-এর কাছে হস্তান্তর করেন। এই স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রেরণ করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: