Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeসারা বাংলাবাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের শীতবন্ত্র বিতরণ।

বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের শীতবন্ত্র বিতরণ।

আমাদের সবার উচিত দুর্যোগে
অসহায় মানুষের পাশে দাঁড়ানো
———উপ-পরিচালক মো. আব্দুর রফিক।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেছেন, শীত, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সমাজের গরীব ও অসহায় মানুষেরা অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হোন। সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিত্তবানসহ আমাদের সবার উচিত সাধ্যানুযায়ী দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, এতিম, প্রতিবন্ধী, হিজরাসহ পিছিয়ে পড়া মানুষরাও এদেশের নাগরিক। তাদের পুনর্বাসন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমির হলরুমে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি ডা. এম এ রকিব। সভাপতির বক্তব্যে তিনি বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও যুুব ও নারী সমাজ এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ–সভাপতি এম এ হান্নান, ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এর উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ সদর দপ্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, লালদীঘির পাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, পরিষদের সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক এম এ মতিন, সংগঠনের সহ-সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, বিএমবিএফ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, মহানগরের মহিলা সম্পাদিকা শিরীন চৌধুরী, সদস্য শাহেদা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: