সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করলে জনগণ পুলিশ ডিপার্টমেন্টকে ভালোবেসে সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তার কাজে ভুমিকা রাখবেন। কিছু অতিউৎসাহী পুলিশের কারণে জনগণের প্রতিপক্ষ হয়েছিল পুলিশ। অপরাধীদের পুলিশ কখনো সহযোগীতা করে না। অপরাধীর শাস্তি নিশ্চিত করতে আইনীভাবে কাজ করেন।
তিনি সিলেটের ব্যবসায়ী ও সর্ব মহলের মানুষের সৌহার্দ্য ও সম্পৃতি ও ভালোবাসা আন্তরিকতা আজীবন মনে থাকবে উল্লেখ করে বলেন, দ্বায়িত্ব পালনে সকলের সহযোগিতা পাওয়ায় কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান পেয়েছি। সিলেটের সুন্দর ও ভালো পরিবেশ এবং মানুষের সাথে আত্নার সম্পর্ক তৈরি হয়েছে, সবাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও দ্বায়িত্বের কারণে আমাকে যেতে হবে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশকে মানুষ ঘৃণা করছে, ঠিক সেই সময়ে সিলেটের মানুষ আমাকে ভালোবেসে হৃদয়ের মনিকোঠায় ঠাঁই দিয়েছেন। এইটা আজীবন মনে থাকবে। তিনি জনবান্ধন দেশ গঠনে ব্যবসায়ী, রাজনীতিবীদ, সমাজসেবী সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা আয়োজিত পুলিশ কমিশনারের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিজবুল গুলজার, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক জহির উদ্দিন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, লালদিঘী পুরাতন হকার মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী আব্দুস সোবহান, সিলেট প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আজির উদ্দিন, কালীঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, ফুয়াদ বিন রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া, ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমদ, ব্যবসায়ী রাসেল আহমদ, ওয়েষ্টার পল্ট্রির এমডি ইমরান আহমদ, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, রাজা জি সি হাই স্কুল মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ কাদির, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি নুরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, কোষাধ্যক্ষ কয়ছর মিয়া, মুতাল্লেব ভিলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ আহমদ, ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শুয়েব আহমদ অভি, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমদ, কর্ণফুলি সুইটস এর পরিচালক জহিরুল ইসলাম, জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইসতিয়াক সিদ্দিকি, ফায়েক আহমদ শিপু, নাফিজ জুবায়ের চৌধুরী, খন্দকার কাওছার আহমদ রবি, রাসেল আলী, শামছুর রহমান কামাল, জাবেদ আহমদ, শাহজাহান আহমদ, মারুফ আহমদ, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি লুৎফুর রহমান লিলু। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি পুলিশ কমিশনার মো. রেজাউল করিম-কে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন অতিথি ও সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মদক্ষতা ও আন্তরিকতা এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে জনবান্ধন পুলিশ কমিশনার সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বিশেষ করে ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও কল্যাণে সবসময় সহযোগিতা করেছেন তিনি। ব্যবসায়ী মহল ভালো একজন পুলিশ কমিশনারকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন। বক্তারা বলেন, বদলী জনিত কারণে সিলেট থেকে বিদায় নিচ্ছেন, যেখানে যাবেন সেখান থেকে ও সিলেটের আইনশৃংখলা সহ সকলক্ষেত্রে সহযোগিতা করার আহবান জানান ব্যবসায়ীগণ। বিজ্ঞপ্তি