অনলাইন ডেস্ক।
বাংলাদেশ বিমান বাহিনীর ২য় ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট ওয়ার্কশপ গত ০৬ জানুয়ারি ২০২৬ হতে ০৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, এই ওয়ার্কশপে বাংলাদেশ বিমান বাহিনীর ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ওয়ার্কশপ পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোঃ শরীফ মোস্তফা, বিপিপি, এফএডব্লিউসি, পিএসসি অংশগ্রহণকারী কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন। স্বতঃস্ফূর্ততার সাথে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ওয়ার্কশপ পরিচালক অংশগ্রহণকারী কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাগণসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিষয় ভিত্তিক বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।