Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeসম্পাদকীয়বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন।

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন।

স্টাফ রিপোর্ট, সিলেট।

আহ্বায়ক মোহিদ, সদস্য সচিব ইমরান।

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৮ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী আক্তার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফুরকান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দৈনিক একাত্তরের কথার মাল্টিমিডিয়া ইনচার্জ মোহিদ হোসেনকে আহ্বায়ক ও দৈনিক শুভ প্রতিদিন মাল্টিমিডিয়া ইনচার্জ আশরাফুল ইসলাম ইমরান সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাস্ট সিলেট মাল্টিমিডিয়া ইনচার্জ এ এইচ আরিফ, যুগ্ম আহবায়ক ৭১ টেলিভিশন (সিলেট) রিপোর্টার হোসাইন আহমদ সুজাত, সদস্য বাংলা টিভি সিলেটের ক্যামেরা পার্সন আলমগীর হোসেন, আনন্দ টিভি সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, মাইটিভি (সিলেট অফিস) ক্যামেরাপার্সন শাহীন আহমদ, দৈনিক যুগভেরীর মাল্টিমিডিয়া রিপোর্টার রেজওয়ান আহমদ, সদস্য (সুনামগঞ্জ) একুশে টিভি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম, সদস্য (হবিগঞ্জ) দৈনিক সমকাল হবিগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন সুমন, সদস্য (মৌলভীবাজার) দৈনিক আলোকিত সকাল মৌলভীবাজার জেলা প্রতিনিধি মামুনুর রশীদ তরফদার।

কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই অন্তর্র্বতীকালীন কমিটি আগামী তিন মাসের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই চারটি জেলায় পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। এরপর সম্মেলনের মাধ্যমে সিলেট বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং এই কমিটি মাল্টিমিয়িার সাংবাদিকদের মানউন্নয়নে কাজ করবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: