Tuesday, August 12, 2025
Tuesday, August 12, 2025
Homeরাজনীতিবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমন উপলক্ষে...

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে-এম এ মালিকের মতবিনিময়।

সিলেটে মির্জা ফখরুলের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে এম এ মালিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৭ জুলাই আলহাজ্ব এম এ মালিক এর উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ দক্ষিণ সুরমা উপজেলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ এবং আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক।

পবিত্র হজ্ব পালন শেষে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে দক্ষিণ সুরমার তেতলীস্থ তার নিজ বাসভবনের এ মতবিনিময় সভা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এমরান রব্বানী, যুবদল নেতা শাফরান আহমদ, লিটন আহমদ প্রমুখ। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আলহাজ্ব এম এ মালিক বলেন, দক্ষিণ সুরমা এলাকা তথা সিলেটে একসাথে জাতীয় নেতৃবৃন্দের আগমনে আমিসহ এলাকার বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগন উৎফুল্ল। তিনি আরো বলেন, সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) এর মানুষের সুখে-দুঃখে আজীবন পাশে থাকতে চাই। দীর্ঘদিন দেশের মাঠিতে না থাকার পরও এই আসনের মানুষরা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আমি তাদের কাছে চির ঋণি হয়ে থাকবো। তাদের যেকোন দূর্যোগে আমি সবসময় পাশে থাকবো।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ধানের শীষের মনোনয়ন পাই এবং আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হই তাহলে সিলেট-৩ আসনের উন্নয়নে আমি সর্বদা কাজ করে যাবো। আমরা মূল লক্ষ্য হবে জনগনের চাহিদা অনুযায়ী একটি আধুনিক আসন তৈরি করা। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: