Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeরাজনীতিবিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ইসলামিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবে: খন্দকার মুক্তাদির।

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ইসলামিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবে: খন্দকার মুক্তাদির।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত সতের বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থা সহ সকল ধরণের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি থেকে শুরু করেন সকল পর্যায়ে দলীয় করণ অযোগ্যদের পদায়ন, প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইসলামিক শিক্ষা ব্যবস্থার আধুনিক ও যুগোপযোগি করতে কাজ করবে।

তিনি শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবের বাজারের রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদ্রাসায় মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, আধুনিক ইসলামিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদান, পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন আনা, শিক্ষক প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলবে বিএনপি। আধুনিক কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ইন্টারনেট সুবিধা, অনলাইন শিক্ষা এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের সুযোগ তৈরি করবে আমরা।

তিনি আরোও বলেন, সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষার একটি সমন্বয় সাধন করে যাতে শিক্ষার্থীরা উভয় শিক্ষাব্যবস্থার জ্ঞান অর্জন করতে পারে সেই দিকে লক্ষ্যে রেখে কাজ করবে বিএনপি। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শেহাবুল হক শরীফের সভাপতিত্বে ও ক্বারী মুহাম্মদ নজমুল হুদা জিয়ার পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর।

আরোও উপস্থিত ছিলেন হাফিজ রুহুল আমিন, হাফিজ ক্বারী গিয়াস উদ্দিন, মাওলানা হাবিব আহমদ, মাওলানা কুতুব আল ফরহাদ, আমান আহসদ চৌধুরী, তানভির আহমদ, আজাদ মিয়া, সুলেমান আহমদ, আকরম মিয়া, ক্বারী মো নুরুল হক, জৈন উদ্দিন, টুনু মিয়া, রুস্তুম আলী, রেহমান আলী।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: