Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeরাজনীতিবিএনপি জনগণের দলে পরিণত হয়েছে, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজই আমাদের লক্ষ্য: এমরান...

বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজই আমাদের লক্ষ্য: এমরান আহমদ চৌধুরী।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী দিনের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষার প্রতীক। বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে, কারণ এই দল মানুষের অধিকার, ভোটের অধিকার ও ন্যায়বিচারের জন্য লড়াই করে যাচ্ছে। তিনি আরও বলেন, যে জাতি কোরআনের আলোয় আলোকিত হয়, সে জাতিকে কেউ পরাজিত করতে পারে না। আজকের হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া ছোট ছোট হাফেজরাই আগামী দিনের নৈতিক ও আলোকিত বাংলাদেশ গড়বে। তাদের মাধ্যমে সমাজে ন্যায়, সততা ও মানবিকতার মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, রাজনীতি মানে মানুষকে ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। বিএনপির প্রতিটি কর্মীকে সৎ, আদর্শবান ও ইসলামপ্রেমী হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে।
তিনি রোববার (২৬ অক্টোবর) বিয়ানীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডে তাইসিরুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোস্তফা কামালের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক বাবুল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, পৌর বিএনপির সহ সভাপতি আবু বক্কর আবু,ভরপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, জেলা কৃষক দলের সদস্য গুলজার আহমদ রাহেল,তানভীর আহমদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল বাছিত, দৌলা হোসেন শুভাষ, আহমেদ রিজভী আমিন, আয়নুল আবেদীন, এনামুল হক দিলাল, জামাল উদ্দিন, সাইদুল ইসলাম, জাবের আহমেদ,সারোয়ার খান, জাবেদ আহমদ, মাহিন খান, কাইয়ুম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: