Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিবিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির।

বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে জনপ্রত্যাশা ও অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী করে নিজেদের প্রস্তুত করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতির সম্ভাবনা বেশী। তাই নির্বাচনকে সিরিয়াস ভাবে নিয়ে শতভাগ সতর্ক থেকে কাজ করতে হবে। শৃঙ্খলাভঙ্গকারী ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী কাউকে আর বরদাশত করা হবে না। সে যত বড় ত্যাগী বা শক্তিশালী হোক না কেনো, তার ক্ষমা নাই।

তিনি আরোও বলেন, ক্ষমতা থাকলেই তা দেখানোর নাম রাজনীতি নয়। দেশ ও জনগণের কল্যাণে নিঃস্বার্থ কাজ করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। কুকর্ম করতে গিয়ে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কুকর্মকারীদের স্থান বিএনপিতে আর হবে না। গুটিকয়েক বিপথগামী ও কুকর্মকারীর দায় দল নিবে না। তাদেরকে দেশের আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে।
তিনি সোমবার (১৮ আগস্ট) সিলেট মহানগর বিএনপির অন্তভূক্ত ১নং ওয়ার্ড বিএনপির ৮টি পাড়ার আঞ্চলিক কমিটির সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির হুসেন এবং সাংগঠনিক সম্পাদক আবুল মোনতাসির চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, সদস্য সচিব সুয়েব আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, যুগ্ম আহবায়ক কায়ছান মাহমুদ সুমন, কোতোয়ালী থানা সেচছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজহারুল হক চৌধুরী মন্টু।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুফতি বদরুন নুর সায়েক, মাসুদ আহমদ আফতাব, জেবুল হোসেন ফাহিম, বেলাল আহমেদ, মহসিন আহমদ, আবুল মনসুর চৌধুরী, আব্দুর রাজ্জাক ছোটন মিয়া, সৈয়দ আব্দুর রকিব, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সৈয়দ রাজন আহমদ, রফিকুর রহমান, তানভির রহমান বন্ধন, আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, জামাল আহমদ, রাসেল আহমদ, কাজী আহমদ শাহরিয়ার পাপ্পু, আজিমুজজামান, সহ-সাংগঠনিক সম্পাদক আবির দেব, লিমন আহমদ, ফয়েজ আহমদ, দফতর সম্পাদক আবুল কালাম আজাদ, সহ দফতর সম্পাদক আল-হেলাল, অর্থ সম্পাদক সৈয়দ কামাল আহমদ, সহ মহিলা সম্পাদক সেমি আকতার, সাম্মি আকতার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী শাহ, পরিবহন সম্পাদক দুলাল আহমদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক রাজিব আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক শাহিন আহমদ, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক শিপন আহমদ, সদস্য মকসুদ আহমদ ও এমদাদুল হক প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদস্য শেখ আব্দুর রহমান জনি।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: