Tuesday, April 29, 2025
Tuesday, April 29, 2025
Homeজাতীয়বিএনপি নেতা মাহবুব চৌধুরীর বাসায় পুলিশের তল্লাশি।

বিএনপি নেতা মাহবুব চৌধুরীর বাসায় পুলিশের তল্লাশি।

স্টাফ রিপোর্ট।

সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরীর সিলেটস্হ বাসায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে।
জানাজায়, গতকাল ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার আনুমানিক রাত ১২ টার দিকে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ তার বাসা ঘেরাও করে, তার বাসায় তল্লাশি চালায়। তাকে খুজতে তাকে। আন্দোলনের মিছিলের বিভিন্ন ছবি দেখিয়ে তার স্ত্রীকে কর্মসূচীতে যেতে নিষেধ করে। হুমকি দিয়ে বলে আমি আম্বরখানা ফাড়ির ইনচার্জ, তিনি সম্মানী নেতা সতর্ক করে গেলাম। এ সময় তিনি বাসায় ছিলেন না বলে জানান তার স্ত্রী।

পুলিশি অভিযানের খবরে মাহবুব চৌধুরীর বাসায় ভীড় করেন গণমাধ্যম কমির্রা। রাত ১২ টার কিছু পরে জনাব মাহবুব চৌধুরীর বাসার আশ পাশে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখেতে পেয়েছেন বলে জানান প্রতিবেশীরা। আশ পাশের বাসিন্দারা এই প্রতিবেদককে জানান উনি সকল দিক থেকে ভাল একটা মানুষ, আধুনিক শিক্ষা বিস্তারে তিনি সমগ্র সিলেট জুড়ে ব্যাপক কাজ করে খ্যাতি অর্জন করেছেন। সংগ্রামী একটা মানুষ। পুলিশের এহেন কান্ডে তারা বিরক্তি প্রকাশ করেন।

তার বাসায় পুলিশের তল্লাশি ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে মাহবুব চৌধুরী বলেন কৌশলী অবস্থানের কারনে বাসায় থাকছিনা। ফ্যাসিস্ট সরকার ভয় দেখানোর অপচেষ্টা করছে। রাস্ট্রযন্ত্র ব্যবহার করছে। দেশব্যাপী আমাদের নেতা কর্মিদের হয়রানি, হামলা মামলা গনগ্রেফতার করছে। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ও হয়রানি করে মানবাধিকার লংঘন করছে। তবে সকল চ্যালেন্জ মোকাবিলা করেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে লড়াই অব্যাহত রাখা হবে। সরকারের পতন হবে ইনশাল্লাহ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: