Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeরাজনীতিবিএনপি শিক্ষার্থীদের নিয়ে উন্নত ও জ্ঞান ভিত্তিক দেশ বিনির্মাণে কাজ করবে-ব্যারিস্টার এম...

বিএনপি শিক্ষার্থীদের নিয়ে উন্নত ও জ্ঞান ভিত্তিক দেশ বিনির্মাণে কাজ করবে-ব্যারিস্টার এম এ সালাম।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, উন্নত ও জ্ঞান-ভিত্তিক দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য। একটি উন্নত ও জ্ঞান-ভিত্তিক দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাদের মধ্যে আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি, দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং গঠনমূলক কাজে অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবন্ধভাবে কাজ করছেন।

তিনি আরোও বলেন, বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা-ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদে নির্বাচনের ব্যবস্থা করা হবে। যোগ্য, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ক্রমান্বয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থ সংশ্লিষ্টখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট সকল খাতকে ঢেলে সাজানো হবে। শিক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উৎপাদানখাতে গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ক্রীড়া উন্নয়ন ও জাতীয় সংস্কৃতির বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনৈতিক আকাশ সংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে।

মঙ্গলবার (২২ জুলাই) দক্ষিণ সুরমার বাইপাস রোডের একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল আয়োজিত ৩১ দফা বাস্তবায়নে উন্নত ও জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা এবং আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক ছাত্র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা সাকের আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, আবদুস সামাদ, সহ সাধারণ সম্পাদক আবুল হাসান রাসেল, আমিনুল ইসলাম, সায়েম চৌধুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান হাবিব মামুন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব আহমদ।
গভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আফসান আহমদ, এনামুল হুক, মাহফুজ আহমদম এমসি কলেজ ছাত্রদল নেতা জালাল আহমেদ, মারুফ আহমদসহ বিভিন্ন কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: