
বিএনপি কোনো দিন ধর্মের ভিত্তিতে বা বিভাজনের রাজনীতি করে না জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে। একইসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধর্মের মানুষের নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি সারা দেশে সব সনাতনীদের পাশে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপি অতীতে একাধিকবার জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। তারা কোনো হিন্দু সম্প্রদায়ের জায়গা-জমি দখল করেনি বরং বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিরাপদ থাকে। কিন্তু আওয়ামী লীগই দেশের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে দূরত্ব তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটে।
তিনি শনিবার (২৩ আগস্ট) সিলেট মহানগরীর ১৯নং ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট ব্যবসায়ী কবির দে সভাপতিত্বে ও সুচিত্র চৌধুরী বাবলু এবং নির্ঝয় রায়ের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। মতবিনিময় সভায় সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্যে রাখেন। বিজ্ঞপ্তি