Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিবিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন।

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন।

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় নব গঠিত কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান সহ আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এখন সময়ের দাবি।

ভিডিও, অডিও, টেক্সট, সব মিলিয়ে একটি সংবাদকে জনবান্ধবভাবে পরিবেশনের জন্য মাল্টিমিডিয়া দক্ষতা অপরিহার্য। এই সংগঠন সেই দক্ষতা উন্নয়নের পথপ্রদর্শক হয়ে উঠবে। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা, তারা প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা উন্নয়নে ভূমিকা রাখবেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার থাকবেন। আমরা মনে করি, এই কমিটি সিলেট বিভাগের সাংবাদিকদের একটি কার্যকর প্রতিনিধিত্ব করবে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং নৈতিকতা বজায় রেখে সংগঠন পরিচালনা করলে গণমাধ্যমের মর্যাদা বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: