যে আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আ. লীগ সব চূর্ণ করে দিয়েছে।রাতের ভোটের মাধ্যমে আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, যে কারণে ২৪ এর গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেটের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সাবেক সভাপতি জননেতা মাহবুব চৌধুরী।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ নির্বাচনের প্রার্থীকে হত্যার মিশনে নেমেছে, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিজয়ের ৫৩ বছরে পরও স্বাধীনতাকে খুঁজছে এদেশের মানুষ। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বিএনপির। এই দিনে আমরা একটি দেশ, একটি পতাকা অর্জন করেছিলাম, তাই যখন এই দিনটি ফিরে আসে, তখন আরও কোটি কোটি মানুষের মতো আমিও উৎফুল্ল বোধ করি। তবে বিজয়ের ৫৪ বছরে এসে মনে হয়, মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত লক্ষ্য তথা একটি শোষণ ও বঞ্চনামুক্ত, বৈষম্যহীন, সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা, সেটা এখনও আমরা করে উঠতে পারিনি।
তবে বাংলাদেশের জনগণকে আর কেউ পদানত করতে পারবে না।
১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে সিলেটের উত্তর বালুচর জুনাকী সামাজিক সংস্হা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংস্থার সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও বাবুল আহমদ বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মাছুমুর রহমান, শেখ লুৎফর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন, হাফিজ মনসুর আহমদ, হেলু আহমদ, শাহ আলম, আরব আলী, লোকমান ভূইয়া, মুহিবুর রহমান বাচ্চু প্রমূখ।