Sunday, August 10, 2025
Sunday, August 10, 2025
Homeবিশেষ প্রতিবেদনবীজতলায় কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু।

বীজতলায় কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার।

ময়মনসিংহের- নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নে বজ্রপাতে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল্লাহপুর গ্রামের কান্দিপাড়া মাস্টার বাড়ি এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোস্তফা (৪৫) ও তার ছেলে আবদুল্লাহ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানের বীজ বপন করতে-নিজ বাড়ির পাশেই বীজতলা তৈরি করছিলেন পিতা ও পুত্র। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দু-জনেই প্রাণ হারান।

বজ্রপাতের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে- উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

এই হৃদয়-বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন এবং পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার খবর পাওয়া গেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: