
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি কেবল বিএনপির চেয়ারপারসন নন, গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন। খালেদা জিয়া জাতির অভিভাবক হয়েছেন। তার দেখানো পথ ধরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন।
তিনি আরোও বলেন, বাংলাদেশে রাজনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে জিয়া পরিবার। তারপরও গণতন্ত্র, জনগণের অধিকার ও ভোটের মর্যাদার লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনও স্বৈরাচারের সঙ্গে আপস করেননি, আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সবসময় দেশের মানুষের পাশে থেকেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি মিথ্যা মামলায় জর্জরিত ও নির্যাতিত হয়েছেন। এসময় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
তিনি রবিবার (১৭ আগস্ট) বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে সিলেট মিরবক্সটুলা নয়াসড়কস্থ জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসায় বিএনপি পরিবার রিকাবীজার ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেলের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক উবায়দুর রহমান সজিব এবং দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন আহমেদ রুহুলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা সাইফুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম সায়েম আহমেদ, ৭ নং ওয়ার্ড বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এ এম সুমেল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক দুলাল আহমেদ, জাকির হোসেন কয়েস, ১২ নং ওয়ার্ড বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ৩ নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, ১১ নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক মো. খালেদ আহমেদ, অনলাইন অ্যাক্টিভিটস আরিফ সিদ্দিকী, ফজলে এলাহি পাপ্পু, মোহাম্মদ আবু হানিফ, মহানগর যুবদল নেতা মোস্তাক আহমেদ রুবেল, মহানগর বিএনপি নেতা সৈয়দ ইমরান আলী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর যুবদল নেতা সালেক আহমেদ, স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ দিলু, মহানগর যুবদল রুমেল আহমেদ, স্বেচ্ছাসেবক দল মুরাদ খান নাহিদ, মহানগর বিএনপি ইকবাল হাসান, স্বেচ্ছাসেবক দল আবদাল আহমেদ, স্বেচ্ছাসেবক দল পিন্টু মালাকার, মহানগর যুবদল মঞ্জুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় জাসাসের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাকুর রহমান রুমন ও যুক্তরাজ্য বিএনপি সুলেমান আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়ত করেন হাফিজ, মাগফুর আহমেদ। বিজ্ঞপ্তি