Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিবেগম খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপি সিলেট মহানগরের শোক।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপি সিলেট মহানগরের শোক।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর শাখা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের আহ্বায়ক অ‍্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এই দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদীয় রাজনীতি এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মত ও আদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান জাতির ইতিহাসে বিবেচিত হবে।

শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। এনসিপি সিলেট মহানগর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: