
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামী রবিবার (৪ জানুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের (নিচ তলায়) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা ও পৌর ইউনিট এবং মহানগর যুবদলের আওতাধীন সকল ওয়ার্ডের নেতাকর্মীদের যথাসময়ে (বাদ আসর) হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি সভাপতি, শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি



