Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিবেগম জিয়া চিরদিন দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন: বদরুজ্জামান সেলিম।

বেগম জিয়া চিরদিন দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন: বদরুজ্জামান সেলিম।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, দেশনেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এমন এক জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী, যাকে দলমত নির্বিশেষে মানুষ হৃদয় থেকে ভালোবাসে। বহু আগেই বেগম খালেদা জিয়া জাতির হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। দেশজুড়ে সর্বস্তরের মানুষ তার জন্য শোকাহত।
তিনি বলেন, বেগম জিয়ার দূরদর্শী নেতৃত্বে দেশ একসময় স্থিতিশীলতা ও আস্থার পরিবেশে ছিল, যা এখনো অনেকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি মঙ্গলবার (৬ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কালে এ কথাগুলো বলেন। অসুস্থতার কারণে লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের উদ্দেশ্যে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর প্রদান করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সাবেক একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল, ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি ডা. শফিউল্লাহ, খুলনা মহানগর বিএনপির সাবেক শিল্প সচিব ও খুলনা চেম্বারের পরিচালক হাফিজুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং প্রার্থনা করেন মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: