Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই।

বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কমপক্ষে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরো ৭/৮টি দোকানের অংশবিশেষ পুড়ে গেছে। শনিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনগণের পাশাপাশি বোয়ালমারী ও মধুখালির ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাদিরদী বাজারের বাচ্চু মোল্লার মার্কেটে অবস্থিত নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। আগুনে মুদি, ঔষধ, চা, কাপড়, বীজ, জুতার দোকানসহ কমপক্ষে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরো ৭/৮টি দোকানের অংশবিশেষ পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ বলেন, বাজারের বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাতৈর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা খরব পাওয়ার পর প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছেছে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিমাংশু শেখর বিশ্বাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। মধুখালি ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আগুনের সুত্রপাত কিভাবে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: