
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এবার ২ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮০ জন পাস করেছে। পাসের শতকরা হার ৫১ শতাংশ। উপজেলা থেকে মোট ৪১ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ২ হাজার ১০০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৮০ জন কৃতকার্য হয়েছে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ২৮৮ জন অংশগ্রহণ করে পৌর সদরে অবস্থিত উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমি থেকে।
ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯২ জন কৃতকার্য হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। অকৃতকার্য হয়েছে ৯৬ জন। উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১২৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এছাড়া ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় এবং গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়, কাদিরদী উচ্চ বিদ্যালয়, তেলজুড়ি উচ্চ বিদ্যালয় ও খরসূতি চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, চতুল উচ্চ বিদ্যালয়, সাতৈর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি থেকে ১ জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ১০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৮ জন পাস করেছে। পাসের হার ৩৮ শতাংশ। কাদিরদী উচ্চ বিদ্যালয় থেকে ১২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৭ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৩০ শতাংশ। সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬০ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। সাতৈর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৮ জন কৃতকার্য হয়েছে।