Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeরাজনীতিবোয়ালমারীতে ছাত্রদল নেতা বুরহান উদ্দিন খান সৈকতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

বোয়ালমারীতে ছাত্রদল নেতা বুরহান উদ্দিন খান সৈকতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক, ২৪-এর গণঅভ্যুত্থানে ঢাকার রাজপথের অগ্রসৈনিক বুরহান উদ্দিন খান সৈকত এর সঙ্গে বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বুরহান উদ্দিন খান সৈকত বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক সদস্য, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি। একজন অভিনেতা এবং ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম শ্রেণির একজন ক্রিকেটার। তিনি আরো বলেন, “আমি বোয়ালমারীর সন্তান হিসেবে এই মাটির গন্ধ শরীরে মেখে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। আমার রাজনৈতিক জীবনের প্রতিটি অর্জন এসেছে ত্যাগ, শ্রম ও সংগ্রামের মধ্য দিয়ে। ছাত্ররাজনীতিতে থেকে বহুবার কারাবরণ ও হামলার শিকার হয়েছি, কিন্তু কখনও রাজপথ ছাড়িনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন করেছে। আমি সব সময় চেষ্টা করেছি নিপীড়িত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে। আমার একমাত্র সম্পদ মানুষের ভালোবাসা ও রাজপথের সংগ্রামের ইতিহাস। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক এম জামান, অর্থ সম্পাদক জাকির হোসেন, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, দৈনিক ঘোষণা স্টাফ রিপোর্টার জাহিদ হাসান চঞ্চল, সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, দৈনিক অর্থনীতি প্রতিনিধি সনৎ চক্রবর্তী, প্রতিদিনের কাগজ মুকুল বোস, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল ইসলাম, সংবাদ প্রবাহ প্রতিনিধি ইমরান মোল্যা প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: