মুকুল বসু বোয়ালমারী ফরিদপুর :
ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকবাহী একটি পিকআপভ্যানে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের বোয়ালমারী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের শ্রমিকবাহী পিক আপ ভ্যানটি দুপুর আড়াইটার দিকে অরক্ষিত একটি রেল ক্রসিং পার হচ্ছিল। একই সময় ভাটিয়াপাড়া-কালুখালি রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিল। ওই রেলক্রসিংয়ে শ্রমিকবাহী পিক আপটিকে ট্রেন ধাক্কা দিলে পিক আপ ভ্যানটি দুমড়েমুচড়ে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আপন দুই ভাইসহ ৩ জন নিহত এবং অপর ১২ জন আহত হন। নিহতেরা হলেন- উপজেলার ময়না ইউনিয়নের বিলকামড়াইল গ্রামের ছায়ফার মোল্যার ছেলে জব্বার মোল্যা ও মুছা মোল্যা এবং একই ইউনিয়নের চরবর্নী গ্রামের মো. কালামের স্ত্রী মোছা. শাহানারা। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা সবাই পিক আপ ভ্যানের যাত্রী ছিলেন। তারা স্থানীয় জনতা জুট মিলের শ্রমিক হিসেবে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।