মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি : "পুলিশকে সহায়তা করি; মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত দেশ গড়ি''- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের 'ওপেন হাউস ডে' অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে এগারোটায় বোয়ালমারী থানা প্রাঙ্গনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুলিশের এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন তার বক্তব্যে বলেন, ''মাদকাসক্ত ও মাদক বিক্রেতাকে সামাজিকভাবে বয়কট করুন, দেখবেন এমনিতেই তারা নির্মুল হয়ে গেছে। তিনি বলেন, দয়া করে আপনারা মাদক সেবক ও মাদক বিক্রেতাকে থানায় ছাড়াতে আসবেন না। ছাড়াতে আসলে আমরা নিরুৎসাহিত হবো।'' অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন মাদকবিরোধী এবং নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিবিরোধী সমাজ গড়তে ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপ-পুলিশ পরিদর্শক (সাব ইন্সপেক্টর) মাহমুদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান বাবু, খান আতাউর রহমান, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, নাজিমুদ্দিন মিয়া মিলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, উপজেলা কৃষক দল নেতা লুৎফর রহমান, জেলা যুবদল নেতা ইমরান হোসাইন, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম সম্রাট, রাসেল আহমেদ, দেলোয়ার হোসেন, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস রোকনুজ্জামান মিয়া বকুল, ছাত্রদল নেতা শেখ আনিচুজ্জামান তপু, বায়েজিদ রাব্বি প্রমুখ।