
মুকুল বসু বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি হয়েছেন সঞ্জয় কুমার সাহা। সঞ্জয় সাহা বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
গত রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বোয়ালমারী উপজেলা শাখার পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে। জেলা শাখার আহবায়ক অজয় কুমার কর ও সদস্য সচিব অরূপ চক্রবর্ত্তী স্বাক্ষরিত এক পত্রে ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে জানা যায়। ৫১ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন ফ্রন্টের কমিটির বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক করা হয়েছে গোবিন্দ চন্দ্র দাসকে। একই দিন বোয়ালমারী পৌরসভা শাখারও পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে স্বপন কুমার সাহা ও নারায়ন চক্রবর্তীকে।