Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে বারাশিয়া নদীতে পড়ে দুই বছরের শিশু নিখোঁজ।

বোয়ালমারীতে বারাশিয়া নদীতে পড়ে দুই বছরের শিশু নিখোঁজ।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে হুসাইন নামের দুই বছরের এক শিশু চন্দনা-বারাশিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। তবে দীর্ঘ নয় ঘন্টায়ও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ হুসাইন উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মো. তরিকুল মোল্যার ছেলে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, শিশুটি মা নদীতে পানি আনতে যায়। এ সময় শিশুটি তার মায়ের সঙ্গে যায় এবং পা পিছলে বাড়ির পাশের চন্দনা-বারাসিয়া নদীতে পড়ে যায়। সাথে সাথেই শিশুটির স্বজন ও আশেপাশের লোকেরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির করেও শিশুটির খোঁজ না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ অনুসন্ধান চালিয়েও বিকেল চারটা পর্যন্ত শিশুটির মরদেহ উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে জানতে চাইলে পার্শবর্তী আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তানভির আহমেদ শুভ বলেন, খবর পেয়ে ফরিদপুর থেকে একদল ডুবুরি এনে উদ্ধার কাজ চালানো হয়। কিন্তু দীর্ঘ নয় ঘন্টায়ও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন ঢাকা থেকে ডুবুরি দল খবর দেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: