Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প।

বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চোখের আলো ফেরাতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস।
চিকিৎসা ক্যাম্পে বিনা মূল্যে চোখের পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্যাটারাক্ট (ছানি) রোগী শনাক্ত করা ও ঔষধ বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ দারুল হাদিস মাদ্রাসায় প্রাইম ব্যাংক আই হসপিটালের কারিগরি সহায়তায় বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে রোটারি ক্লাব ।
ক্যাম্পটিতে বোয়ালমারী, সালথা, কাশিয়ানী, মুকসুদপুর ও কাশিয়ানী ৪টি উপজেলার প্রায় ৪ শতাধিক দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নারী, বিধবা, প্রবীণ ব্যক্তিদের পাশাপাশি কৃষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষ গুরুত্ব সাথে সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের সভাপতি রোটারিয়ান ভাস্কর রঞ্জন সাহা বলেন—“এই উদ্যোগের মাধ্যমে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার অব্যাহত রেখেছে। বয়স বাড়ার সঙ্গে দৃষ্টি শক্তির একটি সম্পর্ক রয়েছে। আমাদের দেশে সঠিক সময় সঠিক চিকিৎসা সেবা বেশ কিছু কারণে বাধাগ্রস্থ হয়, যার মধ্যে দারিদ্র্য, সচেতনতার অভাব এবং চিকিৎসাসেবার সীমাবদ্ধতা, চোখের চিকিৎসা ব্যয়বহুল হওয়াসহ নানা কারণে অনেকেই সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের ক্লাব এই প্রান্তিক অঞ্চল এই চিকিৎসা সেবার আয়োজন করেছে। ”
এ সময় তিনি প্রাইম ব্যাংক আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ, অপটোমেট্রিস্ট, চিকিৎসা প্রযুক্তিবিদ, সূর্যোগ দারুল হাদিস মাদ্রাসা কর্তৃপক্ষ, রোটারি কমিউনিটি কর্প (আরসিসি) সংগঠকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রকাশ করেন। চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী সাইফুল হক, সাবেক প্রেসিডেন্ট ও ডিরেক্টর, সার্ভিস প্রজেক্টস রোটারিয়ান মুশফিকুর রহমান, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মঞ্জুর উল করিম, ক্লাবটির সাধারণ সম্পাদক রোটারিয়ান হাদী মিজান আল হোসেন, রোটারিয়ান রাজিব , রোটারিয়ান কাজী ফারুক আহমেদ (সার্জেন্ট-অ্যাট-আর্মস) এবং আরসিসি প্রকল্প নেতা সৈয়দ নাঈম আলী, সূর্য্যাগ দারুল হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোল্লা শাহীদ প্রমুখ।
জানা যায়, ক্যাম্পটিতে যে সব ক্যাটারাক্ট (ছানি) রোগী শনাক্ত করা হয় তাদের পরবর্তীতে প্রাইম ব্যাংক আই হসপিটালে বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: