Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিবোয়ালমারীতে বিশিষ্ট বিজ্ঞানী ড.শাহাবুদ্দিন আহমেদের গণসংযোগ।

বোয়ালমারীতে বিশিষ্ট বিজ্ঞানী ড.শাহাবুদ্দিন আহমেদের গণসংযোগ।

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির জাতীয় ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মাঠে নেমেছেন ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন আহমেদ।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর ) বিকেলে বোয়ালমারী উপজেলার ১০ নং ময়না ইউনিয়নে তিনি ধানের শীষের পক্ষে প্রচারপত্র বিলি করেন। গণসংযোগ কর্মসূচিতে বোয়ালমারী উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাহাবুদ্দিন আহমেদ অস্ট্রেলিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্ট পাশাপাশি জাতীয়তাবাদী বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী অনলাইন সংগঠন- জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। পেশাগত জীবনে ড.শাহাবুদ্দীন আহমেদ বর্তমানে বিখ্যাত ইউনিভার্সিট মালাইয়াতে সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন।
তিনি বিগত চার বছর যাবত একজন এনার্জি এবং পরিবেশ বিজ্ঞানী হিসেবে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকাতে রয়েছেন। এছাড়া তিনি, অস্ট্রেলিয়ার UNSW Sydney, UTS Sydney, ফেডারেশন ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া, সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং বিখ্যাত সিঙ্গাপুর ন্যাশনাল উনিভার্সিটিতে এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্টিস্ট হিসাবে কাজ করেছেন। একজন কলামিস্ট হিসাবে তিনি বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনীতি, শিক্ষা এবং সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: